যেন যৌবন পার করছে অমর একুশে বইমেলা। লেখক-পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় জমজমাট মেলা প্রাঙ্গণ। দলবেঁধে আসছেন আর বই কিনছেন বইপ্রেমীরা। পুরো মেলাজুড়ে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই। সর্বত্রই দর্শনার্থীদের সরব উপস্থিতি।<br /><br />শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বইমেলা তার চিরচেনা রূপ পেয়েছে। সকালে ছিল শিশু প্রহর। শিশু-কিশোরদের সরব উপস্থিতি মেলাকে করেছে প্রাণবন্ত। বিকেলে সব শ্রেণি-পেশার, সব বয়সী মানুষের যেন মঞ্জিল ছিল বইমেলা।<br /><br />বিস্তারিত-https://bit.ly/2Io1eok